বাইকের কিস্তির টাকা দিতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারায় যুবক,ঘটনার খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ল গোটা গ্রাম।
বাইক কেনার কিস্তির টাকা দিতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল যুবকের। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটে ফুলবাড়ীর জিয়াগঞ্জ এলাকায়। মৃত যুবকের নাম অভিজিৎ রায়। বয়স ১৮ বছর। তার বাড়ি সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের ভুন্দারুগছ গ্রামে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই যুবক বাইকের কিস্তির টাকা জমা দিতে ফুলবাড়ীতে যাচ্ছি বলে বাড়ি থেকে বের হয়। পথে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে জটিলাকালি সংলগ্ন জিয়াগঞ্জ এলাকায় একটি লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সাথে সাথে বাইক নিয়ে রাস্তায় ছিটকে পড়ে সে। দুমড়ে মুচড়ে যায় বাইকটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এবং ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক আউটপোস্টের পুলিশ কর্মীরা।
স্থানীয়দের সহযোগিতায় আহত যুবককে উদ্ধার করে ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ওই যুবকের মৃত্যু হয়।
এদিকে ঘাতক লরিটিকে আটক করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তরতাজা যুবকের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকেরা।