রান্নাঘর থেকে পাওয়া গেল ২৬ টি বিষাক্ত সাপের ডিম, এলাকায় চাঞ্চল্য !
নিজস্ব সংবাদদাতা,ডাবগ্রাম ফুলবাড়ী:রান্না ঘরের ভেতর থেকে উদ্ধার হল বিষাক্ত গোখরো সাপ সহ প্রায় ২৬টি ডিম।
জানা গিয়েছে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ী ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকার চ্যাংড়াবান্ধা নরেশ রায়ের বাড়িতে আশ্রয় নিয়েছিল সাপটি।
এদিন গিয়ে দেখা গেল বিষাক্ত গোখরা সাপটি রান্নাঘরের ঢালাইয়ের নিচে বাসা বাঁধে ছিল। এদিন সকালে রান্নাঘর পরিষ্কার করার সময় ফোস ফোস আওজ শুনতে পেয়ে ভয় পেয়ে যান। এরপর সিমেন্টের কংক্রিটের ঢালাইটি ভেঙ্গে দেখতে পান তার নিচে সাপটি বাসা বেধে রয়েছে সঙ্গে। সঙ্গে অনেকগুলি ডিম রয়েছে। পাকা ঘরের মধ্যে সাপ বাধা বাসা বেধেছে শুনে গ্রামবাসীরা ভিড় করতে থাকেন নরেশ রায়ের বাড়িতে। বিষাক্ত গোখরো সাপটিকে দেখে কি করবেন ভেবে না পেয়ে শিলিগুড়ির একটি পরিবেশপ্রেমী সংগঠনের সাথে যোগাযোগ করলে দুইজন সদস্য এসে রান্নাঘর থেকে উদ্ধার সাপটিকে। সঙ্গে প্রায় ২৬ টি দিন।
সাপের ডিমগুলিকে অত্যন্ত সতর্কতার সাথে উদ্ধার করা হয়। উদ্ধার করা সাপটিকে বৈকন্ঠপুর ফরেস্টের জঙ্গলে ছেড়ে দেওয়ার পাশাপাশি ডিমগুলি যাতে নষ্ট না হয়, তার জন্য সংরক্ষণ করে বাচ্চা ফুটানো যায় সেই চেষ্টাই করা হবে বলে জানা গিয়েছে।
তবে বর্তমানে চারিদিকে বৃষ্টিপাতের ফলে জলমগ্ন ঝোপঝাড়, তাই এখন প্রত্যেকের ঘরবাড়ি পরিষ্কার করে রাখার ভালো। কারণ কখন বিষাক্ত পোকামাকড় ঘরে বাসা বাঁধবে তা হয়তো আপনি জানতে পারবেন না। তবে এদিনের এই সাপটি উদ্ধার হওয়ার আতঙ্ক মুক্ত হন বাসিন্দারা।