উচ্চ মাধ্যমিক পাস করা ছাত্রীর আত্মহত্যায় চাঞ্চল্য রাজগঞ্জের বানিয়াপাড়ায়।


নিজস্ব সংবাদদাতা,রাজগঞ্জ : উচ্চমাধ্যমিক পাস করে কলেজে যাওয়া হলো না রিনার, কি কারনে আত্মহত্যা প্রশ্ন পরিবারের। রাজগঞ্জ ব্লকের পানিকউরী গ্রাম পঞ্চায়েতের বানিয়া পাড়া গ্রামের শ্যামল রায় এর মেয়ে রিনা রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিস। পরিবার সুত্রে জানা গেছে গতকাল রাতে খাওয়া দাওয়ার পর সকলে মিলে গল্প হাসি ঠাট্টা করার পর সকলে ঘুমোতে চলে যায়,  দুই বোন এক সাথে এক ঘড়ে ঘুমোতে গেলেও সকালে রিনার বোন দেখতে পায় পাসে দিদি নেই, সাথে সাথে বাবা মা কে বললে সকলে মিলে খোঁজাখুঁজির পর বাড়ির অন্য একটি ঘড়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। একটি শাড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল।  সাথে সাথে খবর দেওয়া হয় রাজগঞ্জ থানার পুলিশকে। পুলিস এসে দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে রাজজঞ্জ থানার পুলিশ, 
এই বিশয়ে শ্যামল রায় জানায় গতকাল রাতে সকলে এক সাথে খাওয়া দাওয়া করি, অনেক গল্প হয়, মোবাইল এ সিরিয়াল দেখি সকলে। তার পরে সকলে নিজের ঘড়ে ঘুমোতে চলে জাই। কিন্তু সকালে উঠে দেখি গলায় শাড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে বাড়ি একটি ঘরে । এবার উচ্চমাধ্যমিকে পাস করে কলেজে ভর্তি হওয়ার প্রস্তুতি করছিল। কি কারনে এই ঘটনা ঘটাল তা জানা নেই।
এবারই উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্রীর আত্মহত্যার খবরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন