এভাবেও বিশ্ব রেকর্ড করা যায় ভাবছেন কখনো আপনি! পুরোটা জানতে ক্লিক করুন একবার!
একসাথে ১০ কোটি গাছ লাগিয়ে বিশ্ব রেকর্ড করেছেন এই ব্যক্তি !!
ইনি হচ্ছেন একজন বিশ্ব রেকর্ডার স্কাই ডাইভার লুইগি ক্যানি! সব থেকে ছোট প্যারাসুট দিয়ে স্কাই ডাইভিং করার রেকর্ড আছে এনার !
এটিও যেন তার আরেকটি অনন্য বিশ্ব রেকর্ড ! অ্যামাজন জঙ্গলে একসাথে প্রায় ২৭ টি প্রজাতির প্রায় ১০০ মিলিয়ন গাছের বীজ বপন করার রেকর্ড! বিমান থেকে লাফ দিয়ে স্কাই ডাইভিং করতে করতে। প্রায় ৩০০ কিলোমিটার জায়গা জুড়ে বীজ বপন করেছেন ইনি। অ্যামাজন জঙ্গলের একটি প্রোজেক্টের আদলে মিশন হিসেবে এই কাজটি করেন লুইগি ক্যানি !
এই ধরনের বিশ্ব রেকর্ড পৃথিবীর জন্য অত্যন্ত উপকারী। আমাদেরও উচিত এমন রেকর্ডের চেষ্টা করা।