আমবাড়ি সাহুডাঙ্গী রাজ্য সড়কের বেহাল অবস্থার সমাধান করতে সর্বদলীয় বৈঠক।All party meeting to solve the bad condition of Ambari Sahudangi state road.


নিজস্ব সংবাদদাতা,রাজগঞ্জ:সাহুডাঙ্গী আমবাড়ী রাজ্য সড়কের অবস্থা বেহাল যদিও ছয় সাত মাস আগেই এই রাস্তা সম্প্রসারণ কাজ শুরু হয় বেশ ঢাক ঢোল পিটিয়ে। আর এই রাস্তা দিয়ে অনিয়ন্ত্রিত ডাম্পার সহ ভারি গাড়ি চলার ফলে আরো ভয়ংকর দুর্ঘটনা প্রবণ হয়ে ওঠে। ফলে বৃহস্পতিবার আমবারি অঞ্চল মোড়ে ক্ষিপ্ত এলাকাবাসী পথ অবরোধ করে, এর ফলে ছুটে আসে পুলিশ প্রশাসন। এলাকাবাসীর সাথে কথা দেয় নিজেদের মধ্যে বসে আলোচনা করেই তবেই এই রাস্তায় ডাম্পার সহ অন্যান্য ভারি গাড়ি চালা হবে কিনা তার সিদ্ধান্ত নেওয়া হবে। সেই মোতাবেক আজ বিন্যাগুরি অঞ্চল অফিসে আমবাড়ি ফাঁড়ির বড়বাবু, নওয়াপাড়া ট্রাফিকের বড়বাবু, এলাকার প্রধান সমিউদ্দিন আহমেদ, ডাম্পার অ্যাসোসিয়েশনের সদস্য, পিডব্লিউ ডি , এজেন্সির প্রতিনিধি এবং আমবাড়ি ফালাকাটার শুচিন্তক এলাকাবাসী শুক্রবার বৈঠক বসে।
এই বৈঠক শেষে প্রধান সমিজুউদ্দিন আহমেদ জানান আমবাড়ী সাহুডাংগী রাজ্য সড়কের অবস্থা বেহাল যদিও এই রাস্তার সারাইয়ের কাজ চলছে দীর্ঘদিন ধরেই, ডাম্পার সহ অন্যান্য ভারী গাড়ি চলার ফলে এই রাস্তা আরো খারাপ হয় পরে গতকাল এলাকাবাসী পথ অবরোধ করে। আজ এই বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী এক সপ্তাহ এই রাস্তা দিয়ে ডাম্পারসহ ভাড়ি গাড়ি বন্ধ থাকবে এবং পি.ডাবলু.ডি ও এজেন্সির লোক এই এক  সপ্তাহের মধ্যেই এই রাস্তা চলার উপযোগী করে দেবে। আর এই রাস্তা চলার উপযোগী হলেই চলমান সমস্যা বন্ধ হবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন