ফুলবাড়ীতে তিস্তা ক্যানেলে স্নান করতে নেমে তলিয়ে গেল যুবক,ঘটনা ঘিরে চাঞ্চল্য এলাকায়।The young man went down to bathe in the Teesta Canal in Phulbari, the incident created a stir in the area.


নিজস্ব সংবাদদাতা,রাজগঞ্জ:শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ীর তিস্তা চ্যানেলে স্নান করতে নেমে গণেশ  সরকার নামে এক ব্যক্তি তলিয়ে যায়। ঘন্টা তিনেক পর তার দেহ উদ্ধার করে পুলিশ। আর এই ঘটনা কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।  কয়েকশ এলাকাবাসী  তিস্তা চ্যানেলে জড়ো হয় দেহ্ উদ্ধারকে কেন্দ্র করে। প্রাথমিকভাবে
মৃত ব্যক্তির পরিচয় জানা যায় ফুলবাড়ীর পূর্ব ধনতলার বাসিন্দা। এলাকাবাসীরা জানান প্রচন্ড গরমে অনেকেই এখানে স্নান করতে আসে প্রতিদিনের মতো, ফুলবাড়ী সংলগ্ন পূর্ব ধনতলার বাসিন্দা গণেশ সরকার দুপুর দুটো নাগাদ স্নান করতে নেমে তলিয়ে যান। এই খবর চাওর হতেই এলাকাবাসী ভিড় জমায় কাঞ্চন বাড়ির তিস্তা ক্যানেলে ,এই খবর যায় পুলিশের কাছেও।শুরু হয়ে খোঁজাখুজি, দু'ঘণ্টারও বেশি সময় পর দেহ উদ্ধার হয়। দেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়, পুরো ঘটনার তদন্ত করছে এনজিপি থানার পুলিশ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন