সাহুডাঙ্গির বৈদ্যুতিক চুল্লির পরিচালনার দায়িত্ব নিবে শিলিগুড়ি পৌরনিগম, পরিদর্শনে মেয়র।Siliguri Municipality will take over the management of Sahudangi electric furnace, Mayor in visit.


সাহুডাঙ্গীর বৈদ্যুতিক শ্মশান  ঘাটের দায়িত্ব নিবে শিলিগুড়ি পৌর নিগম। এদিন শ্মশান ঘাটে পরিদর্শনে এলেন শিলিগুড়ি পুরো নিগমের মেয়র গৌতম দেব, সাথে ডেপুটি মেয়র রঞ্জন সরকার এছাড়াও জেলা পরিষদ সদস্যা মনীষা রায়, এলাকার সমাজসেবী দেবাশীষ প্রামাণিক সহ আরো অনেকে ছিলেন এই দলে। মেয়র গৌতম দেব জানান খুব শিগগিরই এ শ্মশান ঘাট শিলিগুড়ি পৌর নিগম পরিচালনার দায়িত্ব নেবে। শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ এটা দেখাশুনা করছে তারা চিঠি দিয়ে শিলিগুড়ি পৌর নিগমকে জানিয়েছে। শিলিগুড়ি পৌরনিগম এর পরিচালনার দায়িত্ব নেওয়ার পর এই বৈদ্যুতিক চুল্লির আশেপাশে পর্যাপ্ত বসার জায়গা, আরো সৌন্দর্যায়ন ও লাইট এর ব্যবস্থা করবে।যেমন শিলিগুড়ি কিরণচন্দ্র শ্মশান ঘাট পরিচালিত হচ্ছে ঠিক তেমনি সুন্দরভাবে পরিচালিত হবে এই শ্মশানঘাট। এর পাশাপাশি যেসব অন্যান্য ছোট ছোট সমস্যা রয়েছে সেগুলিও সমাধান করবে শিলিগুড়ি পৌর নিগম বলে জানান মেয়র।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন