ফের বড় সাফল্য পেল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ, বিশেষ অভিযানে মিলেই সাফল্য!!The police of New Jalpaiguri police station got its big success, success together in special operation!!


নিজস্ব সংবাদদাতা,ফুলবাড়ী: আরো একবার বড় সাফল্য পেল এনজিপি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় সটিএফ ও নিউ জলপাইগুড়ি থানার পুলিশের যৌথ অভিযানে ১০ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার। ফুলবাড়ি সংলগ্ন জিয়াগঞ্জ এলাকার এক হোটেলের পার্কিং থাকা এক ট্রাকে অভিযান চালিয়ে কফ সিরাপ গুলি উদ্ধার করা হয়। পাচারের যুক্ত থাকার অভিযোগে ট্রাকচালক ও সহকারী চালককে গ্রেফতার করা হয়েছে। 
ধৃতরা হলেন, হারদীপ সিং ও মনজিৎ  সিং। দুজনেই পাঞ্জাবের বাসিন্দা। 

জানা গিয়েছে, জানা গিয়েছে, পাঞ্জাব থেকে একটি ট্রাকে সাইকেলের যন্ত্রাংশ আগরতলা নিয়ে যাওয়া হচ্ছিল। ওই সাইকেলের যন্ত্রাংশের আড়ালে নিয়ে যাওয়া হচ্ছিল বিপুল পরিমাণ কফ সিরাপ। গোপন সূত্রে খবরের  ভিত্তিতে রবিবার যৌথভাবে অভিযানে নামে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ  ও এসটিএফ।  এই পাচারে যুক্ত ট্রাকচালক ও সহকারী চালককে গ্রেপ্তার করা হয়।সোমবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে বলে জানা গিয়েছে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন