চলন্ত ট্রেন থেকে পরে মৃত্যু হল এক যাত্রীর, কোথাকার ঘটনা জানুন এক ক্লিকেই A passenger died after falling from a moving train, know the incident in one click


চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হল এক যাত্রীর।বুধবার ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের আমবাড়ি রেলস্টেশনের কাছে।যদিও এখনও পর্যন্ত মৃত যুবকের নাম-পরিচয় জানা যায়নি। মৃত যুবকের পঢ়নে নীল রংয়ের হাফপ্যান্ট ও সাদা গেঞ্জি রয়েছে বলে জানা গিয়েছে।
বুধবার বেলা ৩ টা নাগাদ আমবাড়ি-ফালাকাটা রেলস্টেশন থেকে কিছুটা দূরে  রেললাইনে ওই যুবকের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।অসমগামী এক্সপ্রেস ট্রেন থেকে ওই যুবক পড়ে গিয়েছে বলে অনুমান।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রেল পুলিশ ও আমবাড়ি ফাঁড়ির পুলিশ।মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।যদিও ওই যুবক ট্রেন থেকে কিভাবে পড়ে গিয়েছে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।মৃত যুবকের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন