তীব্র দাবাদাহে পথ চলতি মানুষ ও চালকদের স্বস্তি দিতে রাজগঞ্জ থানার উদ্যোগে ওআরএস ও জল বিতরণ!ORS and water distribution under the initiative of Rajganj Police Station to provide relief to the people and drivers who are on the road in the intense conflict!
রাজগঞ্জ থানার আইসি অনুপম মজুমদার বলেন, উত্তরবঙ্গে এখন প্রায় ৩৫ ডিগ্রি তাপমাত্রা চলছে। এত গরমের মধ্যেও মানুষকে কাজের জন্য বাইরে বের হতে হচ্ছে। এছাড়াও বহু পুলিশকর্মী রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। প্রায় ৬০০ জনকে পানীয় জল এবং ওআরএস দেওয়া হল। রাজগঞ্জ থানার আইসি ছাড়াও এই কর্মকান্ডে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি ডিএসপি হেডকোয়ার্টার সেরাব দর্জি লেকচা , রাজগঞ্জ থানার মেজ বাবু সুব্রত গুণ সহ অন্যান্য আধিকারিকরা।