হাওড়ায় নির্মাণ হচ্ছে ৪০০ ফুটের পঞ্চদীপ টাওয়ার জানেন কি, জানুন এক ক্লিকে।Do you know 400 feet Panchdeep Tower is being constructed in Howrah, know in one click.
হাওড়ার বেলিলিয়াস পার্কে তৈরি হচ্ছে নতুন আকর্ষণ ।
দিল্লির কুতুব মিনারের উচ্চতা ২৪০ ফুট, ধর্মতলার শহীদ মিনার আরও কম, ১৫৭ ফুট। তাঞ্জোরের বিশ্ববিখ্যাত বৃহদ্রেশ্বর মন্দিরের আকাশছোঁয়া 'বিমান' বা চূড়ার উচ্চতা ২১৭ ফুট। সেখানে, খাস কলকাতার ওপারে, হাওড়ায় তৈরি হচ্ছে চারশো ফুট উঁচু এক পেল্লায় টাওয়ার। বলা হচ্ছে, তৈরি হয়ে গেলে, এটিই হবে সম্ভবত ভারতের সবচেয়ে উঁচু টাওয়ার! শুধু টাওয়ারেই শেষ নয়। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি হওয়া ওই টাওয়ারের ওপরে থাকবে বিলাসবহুল সুইট, এগজিউকিউটিভ রুম, থাকবে সিঙ্গল রুমও। অর্থাৎ পুরোদস্তুর হোটেলের ব্যবস্থা! একেবারে চূড়ো থেকে দেখা যাবে পাখির চোখের মত 'ভিউ!' তবে তার জন্য কিন্তু বেশ শক্তপোক্ত হ'তে হবে। ধরুন, আপনি উচ্চতায় ভয় পান। সেক্ষেত্রে কিন্তু চারশো ফুট উঁচুতে রাত্রিবাস করতে গেলে কয়েকবার ভাবতে হবে আপনাকে! এ' কি চাট্টিখানি কথা? প্রায় নজিরবিহীন এই টাওয়ার তৈরি হতে চলেছে হাওড়ার বেলিলিয়াস পার্কে। কাজ প্রায় মাঝামাঝি পর্যায়ে। মাঝে একটা ঝিল, তার চারপাশে ছিমছাম সজ্জায় সাজানো বেলিলিয়াস পার্কের সম্প্রতি খোলনলচে বদলেছে হাওড়া পুরসভা। বেসরকারি নির্মাণ-সংস্থা পঞ্চদীপ কনস্ট্রাকশনের সাহায্যে বেলিলিয়াস পার্কের আমূল সংস্কার করে লাগানো হয়েছে একটি অতিকায় নাগরদোলা, ঝিলের পাশ ধরে শান বাঁধানো চওড়া রাস্তা, ঝিলে বোটিং করার বন্দোবস্ত, ঘাসের গালিচায় আরাম করার ব্যবস্থা। সোমবার ছাড়া বাকি সবদিনই খোলা থাকে পার্ক। কচিকাঁচাদের জন্যও দেদার আমোদের ব্যবস্থা রয়েছ। লাগানো হয়েছে জাম্পার। তালিকায় নবতম সংযোজন, এই 'পঞ্চদীপ টাওয়ার'। যা কার্যত হাওড়ার নগরায়ণে মুকুটে নতুন পালক নিয়ে আসতে চলেছে। নির্মীয়মান চারশো ফুট উঁচু এই টাওয়ারে থাকছে চারটি ধাপে চারটি পরিদর্শন ডেক। তবে মুখ্য আকর্ষণ, অতটা ওপর থেকে চারপাশের ভিউ। সেটা কেউ একবার উঠে দেখতে পারেন। কিন্তু রাত্রিবাস হলে ব্যাপারটায় রোমাঞ্চ অন্য মাত্রা পাবে। পাশাপাশি, বিভিন্ন উৎসব-অনুষ্ঠানের জন্যও একে আদর্শ ভেন্যু হিসেবে গড়ে তোলা হবে। একটি প্রকাণ্ড ব্যাঙ্কোয়েট হল থাকবে, যাতে অন্তত ১০০০ অতিথি জমায়েত হতে পারেন। থাকবে প্রায় ৫০০ গাড়ি রাখার পার্কিং লট। মুখ্যত প্রকৃতির মাঝে দু'দণ্ড জিরিয়ে নেওয়া এবং উৎসবে, আনন্দে ছিমছাম সুসজ্জিত পরিবেশে মেতে ওঠার একটা আকর্ষণীয় জায়গা হিসেবেই বেলিলিয়াস পার্ককে সাজিয়ে তোলা হচ্ছে। যাতে নিঃসন্দেহে একটি প্রধান আকর্ষণ হতে চলেছে এই পঞ্চদীপ টাওয়ার।