প্রতিবেশী দেশের এই বিজ্ঞানীর করলেন এমন আবিষ্কার, যা লাভবান হবে সারা পৃথিবী!!


সম্প্রতি এক অভাবনীয় ঘটনা ঘটে গেছে বাংলাদেশে। বিশিষ্ট জিনবিজ্ঞানী ‘আবেদ চৌধুরী’ একটি নতুন জাতের ধানগাছ উদ্ভাবন করেছেন, যেটি একবার রোপণে পাঁচবার ধান দেবে ভিন্ন ভিন্ন মৌসুমে। এই পাঁচ প্রকার ধান হলো বোরো একবার, আউশ দুবার ও আমন দুবার। অর্থাৎ তিন মৌসুমে বা বছরজুড়েই ধান দেবে এই গাছ। তিনি উদ্ভাবিত এই ধানগাছের নাম দিয়েছেন ‘পঞ্চব্রীহি’। পঞ্চ মানে ‘পাঁচ’ আর ব্রীহি মানে ‘ধান’। 
তবে একই গাছে যেহেতু পাঁচবার ফলন হবে সেক্ষেত্রে এই ধান গাছের ফলন কি প্রতিবার একই পরিমানে হবে আর যেহেতু একই ধান গাছ সারা বছর থেকে যাবে সেক্ষেত্রে ধান গাছ থেকে গবাদি পশুর যে খাবার সরবরাহ হতো সেক্ষেত্রে কি কোন বিরুপ প্রতিক্রিয়া পরবে কিনা এসব ব্যাপারগুলো যদি ওভারকাম করে এগিয়ে যাওয়া যায় তবে আর কোন কথায় থাকবে না। 

বিশিষ্ট জিনবিজ্ঞানী ‘আবেদ চৌধুরী’ - এই আবিষ্কার সাড়া তুলেছে বাংলাদেশের কৃষিবিজ্ঞানে। আর এই আবিষ্কার দক্ষিণ এশিয়ায় আগামী দিনে ধানের উৎপাদন বাড়াতে পারে বলে অনেকে মনে করছেন
কিন্তু এমন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কৃষি বিজ্ঞানীদের বাংলাদেশে যথেষ্ট সম্মান দেওয়া হয় না। ফলে এমন বিজ্ঞানীরা হারিয়ে যান সময়ের অনেক আগেই।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন