চিনে নিন অভিনেত্রীকে ?এনাকে চিনতে গেলে ক্লিক করুন!!
কলকাতার লেক গার্ডেন্সের মেয়ে । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রাক্তনী । অনসূয়া সেনগুপ্ত । প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে ‘আন সার্টেন রিগার্ড’ বিভাগে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেলেন কলকাতার মেয়ে অনসূয়া । ছবির নাম 'দ্য শেমলেস’ । এই প্রথম কান-এ কোনও ভারতীয় অভিনেত্রী এই বিভাগে পুরস্কৃত হলেন । মাত্র চার দিনে শুট করা এই ছবির হাত ধরেই শ্রেষ্ঠ অভিনেত্রী তিনি । বুলগেরিয়ান পরিচালক কনস্ট্যান্টিন বোজানোভের ‘দ্য শেমলেস’ ছবিতে উঠে এসেছে এক জন যৌনকর্মীর কথা। দিল্লির একটি পতিতাপল্লীতে এক জন পুলিশকে হত্যা করে পালায় সে।
পুরস্কার পেয়ে অনসূয়া সেটি উৎসর্গ করেন তৃতীয় লিঙ্গ ও অন্যান্য প্রান্তিক সম্প্রদায়ের মানুষদেরকে । মুম্বইয়ে মূলত প্রোডাকশন ডিজাইনারের কাজ করেন অনসূয়া সেনগুপ্ত, থাকেন গোয়ায়। অনসূয়া অভিনয় করেছিলেন অঞ্জন দত্তর ”ম্যাডলি বাঙালি” ছবিতে। কাজ করেছেন সৃজিত মুখোপাধ্যায়ের ‘রে’ সিরিজে।