দাদার সাথে লিচু তলায় আর খেলবে না ছোট্ট শামীম,শোকের ছায়া এলাকায়।


বাড়ির লিচু গাছের লিচু খেতে গিয়ে গলায় লেগে আড়াই বছরের শিশু মারা যাওয়ায় শোকের ছায়া গ্রামে। ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া গ্রামে। শনিবার বিকাল পাঁচটার সময় বাড়ির উঠোনে লিচু গাছের তলায় দাদার সাথে খেলতে ছিল বছর আড়াইয়ের সামীম আক্তার।হঠাৎ সে সময় একটি লিচু অন্যান্য দিনের মতোই মুখে দেয় শামীম।
লিচু গলায় আটকে যাওয়ায় শ্বাসরুদ্ধ হয় শামিমের।সঙ্গে সঙ্গে বাবা আলতাবুল হক শিলিগুড়ির ফুলবাড়ির এক নার্সিংহোমে নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক শামিমকে মৃত বলে ঘোষণা করে। আর এই ঘটনার চাউর হতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন