শেচ দপ্তরের অধীনে থাকা জমির যাবতীয় কাগজপত্র দেখিয়ে নিজেদের দাবি, ভিন্ন সুর এলাকার পঞ্চায়েতের স্বামীর।
জমি মাফিয়ার তোকমা মোছাতে এবার স্বর্গীয় বুত সিং দাশের ছেলে ও মেয়ের পক্ষের বংশধরেরা একজোট হয়ে প্রতিবাদ করলো। তাদের দাবী এলাকার পঞ্চায়েতের স্বামী মিথ্যা অভিযোগ করছে এই জমি নিয়ে। রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের নাওয়া পাড়া গ্রামে একটি সেচ দপ্তরের জমি খালি পড়েছিল দীর্ঘদিন ধরেই। আর এই জমির যাবতীয় কাগজপত্র নিয়ে নিজেদের দাবি করে স্বর্গীয় বুৎ সিং দাসের ছেলে ও মেয়ে পক্ষের ওয়ারিশরা। তাদের দাবী এই জমি সেচ দপ্তরের নয়। জমিটি আমাদের। দীর্ঘ পুরনো একটা মন্দির রয়েছে সেই জমিতে। পরিবারের সকলে সেই মন্দিরে পুজো দেয় নিত্যদিন। আমাদের না জানিয়ে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এখানে জলের রিজার্ভার বসানো হয়েছে। যাতে সেই পানীয় জলের রিজার্ভার অন্যত্র সরানো হয় তাই আমরা বিএলআরও, বিডিও অফিসে এবং বিন্নাগুরির প্রধান কেও অভিযোগ পত্র জমা দিয়েছি। শনিবার বুত সিং দাসের সকল ওয়ারিশরা কাগজ পত্র নিয়ে এসে জানায় এই জমি আমাদের পরিবারের। এই জমির সব কাগজপত্র রয়েছে। আমাদের জমিতে আমরা কাজ করব না খালি রাখবো তা আমাদের ব্যাপার। কিন্তু আমাদের জমি মাফিয়া বানিয়ে মিথ্যা প্রচার করছেন একজন। অন্য দিকে এই নিয়ে এলাকার পঞ্চায়েতের স্বামী সুজন রায় জানায় আমি জানি জমিটি সেচ দপ্তরের। কেউ যদি জমিটি তাদের দাবী করে তবে আইনের রাস্তা খোলা রয়েছে। আইনের দ্বারস্থ হোক। আইন যদি বলে এটা সরকারি জমি নয় কারো ব্যক্তিগত জমি তাহলে বাধা দেওয়ার কিছু নেই। কিন্তু যদি সরকারি হয় তাহলে এই জমি কিছুতেই দখল নিতে দেবো না।