শিকারপুর মার্কেটের পরিত্যক্ত অফিসে হঠাৎ অগ্নিকাণ্ড,ঘটনা ঘিরে চাঞ্চল্য!
রাজগঞ্জ ব্লকের শিকারপুরের বেলাকোবা বটতলা মার্কেট কমপ্লেক্সের পুরনো পরিত্যক্ত অফিসে হটাৎ আগুন। ঘটনা ঘিরে চাঞ্চল্য এলাকায়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রিত আনা হয়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,সোমবার দুপুর নাগাদ হটাৎ মার্কেটের পুরনো অফিসে আগুনের ধোয়া লক্ষ করেন স্থানীয়রা।
তৎক্ষণাৎ স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করেন। খবর দেওয়া হয় পুলিশকে। তৎক্ষণাৎ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় বেলাকোবা ফাঁড়ির পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং প্রায় আধা ঘন্টা পর দমকলের একটি ইঞ্জিন এসে পুরোপুরি আগুন নেভায়। যদিও ঘটনায় কোনো প্রাণহানি বা হতাহতের খবর পাওয়া যায়নি।