হাতির হানায় মৃত্যু এক মহিলা উত্তপ্ত এলাকাবাসী বনদপ্তরের দুই গাড়ি ভাঙচুর, ঘটনা ঘিরে থমথমে পরিস্থিতি রাজগঞ্জের নদাবারীতে।
নিজস্ব সংবাদদাতা,রাজগঞ্জ:হাতির আক্রমণে মৃত এক মহিলা।বনবিভাগের আধিকারিক ও কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখান এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে বৈকুণ্ঠপুর ডিভিশন এর বেলাকবা রেঞ্জের গৌরিকন বিটের বোদাগঞ্জ এলাকায়।এদিন দুপুর নাগাদ
বোদাগঞ্জ এলাকার নদাবাড়ি এলাকার চার পাঁচজন মহিলা বৈকুন্ঠপুর বনবিভাগের বোদাগঞ্জের জঙ্গলে খড়ি কুড়োতে যায় বলে জানান এক এলাকাবাসী।সে সময় একটি বুনো হাতির তাদের তাড়া করে বলে অভিযোগ। হাতির তাড়া খেয়ে পালাতে না পেড়ে হাতির হানায় মৃত্যু হয় ঐ মহিলার।মৃত মহিলার নাম বিউটি রায়(আনুমানিক 26)।ঘটনার খবর পেয়ে পৌঁছায় ভোরের আলো থানার বিশাল পুলিশ। বনবিভাগের কর্মীরা গেলে বনবিভাগের গাড়ি উল্টে দেয় ক্ষিপ্ত জনতা । বনকর্মী ও পুলিশকে ঘিরে ধরে উত্তপ্ত জনতা দেখাতে থাকে বিক্ষোভ। অন্যদিকে মৃত মহিলার দেহ উদ্ধার করে বৈকুন্ঠপুর ডিভিশনের এডিএফও মঞ্জুলা তীরকি জানান আমাদের দুটো গাড়ি ভাঙচুর হয় এবং চারজন কর্মী সামান্য আঘাত পান। সরকারিভাবে ক্ষতিপূরণ হিসাবে বনদপ্তর থেকে আর্থিক সহযোগিতা করা হবে ওই পরিবারকে এবং এবং মৃত মহিলার পরিবারের একজনকে ফরেস্ট ভলেন্টিয়ার হিসেবে নিয়োগ করা হবে। আর এই ঘটনা ঘিরে থমথমে পরিস্থিতি এলাকায়।