ব্যতিক্রমী নজির রেখে বিধায়কের হাত ধরে ৫১ জন যুবক যোগদান করল তৃণমূল কংগ্রেসে।
লোকসভা ভোটে জলপাইগুড়ি আসনে তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত মনে করছে নেতৃত্বরা। আর সেই কারনে ভোটের ফলাফলের আগেই যুবক সমাজ বিজেপির মোহ ত্যাগ করে তৃণমূল কংগ্রেসের যোগদান করলো প্রায় ৫১ জন যুবক এরকমই দাবি বিধায়কের। বুধবার রাজগঞ্জ বিধায়ক এর বাসভবনে প্রায় ৫১ জন যুবক তৃণমূল কংগ্রেসের যোগদান করে।
যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেয় রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, সাথে ছিলেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি, শিকারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রভা হুজুর, রণবীর মজুমদার, পাপিয়া দে সরকার, মহিলা তৃণমূল নেত্রী সর্বানি ধারা সহ অনেকে। এই বিশয়ে রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায় জানায় ভোটের আগে বা ভোটের ফলের পর দল বদলের বা দলে যোগদানের হিরিক পরে সাধারণত কিন্তু এই প্রথম ভোটের পর ও ভোটের রেজাল্ট এর আগে এই ভাবে অন্য দল ছেরে তৃণমূল কংগ্রেসের যোগদান করলো প্রায় ৫১ জন যুবক। শুধু মাত্র উন্নয়নের কাজ করতে তৃণমূলে এসেছে। অন্য দিকে যোগদান কারীরা জানায় এলাকাকে উন্নয়ন করতে তৃণমূল কংগ্রেসের যোগদান করলাম। তৃণমূল কংগ্রেসের থেকেই উন্নয়ন করা সম্ভব হবে।