বলিউডের কিংবদন্তি অভিনেতা নানা পাটেকারের এই কাহিনী কি জানেন, জানলে আপনিও শ্রদ্ধা করবেন!!
নিজের উপার্জনের ৯০ শতাংশই গরিবদের দান করেন শক্তিমান অভিনেতা নানা পাটেকার। এ নিয়ে প্রচার-প্রচারণারও ধার ধারেন না তিনি!
এক সর্বভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভীষণ বিলাসী জীবন কাটানোর সক্ষমতা ছিল নানা পাটেকারের। কিন্তু তা না করে এখনো নিজের মায়ের সঙ্গে ছোট একটি অ্যাপার্টমেন্টে বাস করেন তিনি।
অনেক সময় দেখা যায়, এলাকার কাঁচাবাজারে নিজেই চলে এসেছেন সবজি কিনতে! রাজ কাপুর এওয়ার্ডের দশ লাখ টাকার সম্পূর্ণটাই ব্যয় করেছিলেন মহারাষ্ট্রের খরায় জর্জরিত মানুষদের কল্যাণে!
ভারতের মারাঠওয়াডা এলাকায় অভাবের তাড়নায় আত্মহত্যা করা ৬২ জন কৃষকের পরিবারকে প্রতি মাসে ১৫ হাজার রুপি করে ভাতা দেন নানা পাটেকার। তিনি নিজে গিয়ে এসব পরিবারের সঙ্গে দেখা করে আসেন। এ ছাড়া ওই কৃষকদের বিধবা স্ত্রীদের হাতে নিজেই তুলে দেন ১৫ হাজার রুপির চেক। দেশের দরিদ্র কৃষকদের উন্নয়নের জন্য একটি সংস্থা তৈরি করেছেন কিংবদন্তি এই অভিনেতা।
বিভিন্ন উৎস থেকে তিনি ২২ কোটি টাকা সংগ্রহ করেছেন, যা কৃষকদের উন্নয়নে ব্যয় করা হয়। তাঁর সংস্থার প্রধান লক্ষ্য শুকিয়ে যাওয়া জলাধারগুলোতে জলের ব্যবস্থা করা। যাতে করে দরিদ্র কৃষক ও তাদের পরিবারগুলোর কাছে সুপেয় জল সরবরাহ করা যায়।
সাদা মনের এই মানুষটি আমাদের সকলরই খুবই পছন্দের। অভিনয়ে বলিউডে তিনি প্রথম সারির অভিনেতা বলা ভালো তিনি কিংবদন্তি। বাস্তব জীবনেও তিনি নায়ক। ভালোবাসা রইলো প্রিয় এই অভিনেতার জন্য।