দরিদ্রতাকে হার মানিয়ে উচ্চমাধ্যমিকে রাজগঞ্জ ব্লক এ প্রথম হওয়া তৃষ্ণা রায় কে সংবর্ধনা কেপিপির
রাজগঞ্জ,নিজস্ব সংবাদদাতা:প্রতিনিয়ত দরিদ্রতার সাথে লড়াই করে উচ্চমাধ্যমিকে রাজগঞ্জ ব্লকে প্রথম এবং জলপাইগুড়ি জেলায় চতুর্থ হয়েছেন শিকারপুর গ্রাম পঞ্চায়েতের মালিপাড়ার তৃষ্ণা রায়, সে বেলাকোবা গার্লস হাইস্কুলের ছাত্রী।
রবিবার তৃষ্ণা রায় কে সংবর্ধনা জানাতে বাড়িতে এলেন কেপিপির জলপাইগুড়ি জেলা কমিটি এবং সেন্ট্রাল কমিটির সদস্য মানবেন্দ্র রায় এর নেতৃত্বে এক প্রতিনিধি দল। সম্বর্ধনা জানানোর পর মানবেন্দ্র রায় জানান আগামীতে তৃষ্ণার পড়াশুনার ক্ষেত্রে যা দরকার হবে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব। মানবেন্দ্র বাবুর সাথে সংবর্ধনা জানাতে যান অমিত রায়, জগদীশ রায় সহ বেশ কয়েকজন সমাজসেবী।