৬৪৮ নম্বর পেয়ে পিকে রায় হাই স্কুলের টপার হলেন মৃন্ময় রায়, এক ক্লিকে জানুন বিস্তারিত!!
মৃন্ময়ের এ সাফল্যে বাবা-মা খুশি, খুশিতে মিষ্টিমুখ করান মা-বাবা দুজনেই।
অন্যদিকে পরিচালন কমিটির সভাপতি চন্দন বিশ্বাস জানান আমাদের স্কুলের ছাত্র মৃন্ময় ভালো রেজাল্ট করায় আমাদের স্কুলের সুনাম অর্জন করেছে এজন্য আমরা গর্বিত আমরা চাই আগামী দিনে মৃন্ময় আরও ভাল রেজাল্ট করুক এজন্য স্কুল পরিচালন সমিতি সর্বদা ওর পাশে থাকবে এবং কোন সহযোগিতার দরকার হলে আমরা সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেব।
প্রধান শিক্ষক ও সভাপতি ছাড়াও পিকে রায় হাই স্কুলের টপার মৃন্ময় রায়ের বাড়িতে সম্বর্ধনা জানাতে যান স্কুল পরিচালন কমিটির সদস্য মনোজ দাশ ও অভয় রায়।