সন্দেশখালিতে উদ্ধার হওয়া অস্ত্রের দাম শুনলে চোখ ছানাবড়া হবে আপনার!!Your eyes will widen when you hear the price of the weapons found in Sandeshkhali!!


গতকাল সন্দেশখালীর যে বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার হয়েছে তার মূল্য জানা গেল আজ। এর সাথে সাথে এই অস্ত্রগুলি কোথা থেকে এসেছে তারও তদন্ত করছে সিবিআই ,এত বিপুল পরিমাণ অস্ত্র এর আগে পশ্চিমবঙ্গ থেকে পাওয়া যায়নি বিশেষ করে ভোটের মুহূর্তে। তৃণমূল নেতার আত্মীয়ের বাড়ির মেঝের নীচে অস্ত্রভাণ্ডার মেলার পর এমনটাই অনুমান CBI-এর। কেন্দ্রীয় এজেন্সির দাবি, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে ৩টি বিদেশি রিভলবার রয়েছে, যেগুলি মার্কিন মুলুকে তৈরি এবং এই সব আগ্নেয়াস্ত্র রীতিমতো নিলাম ডেকে চড়া দামে বিক্রি করা হয়। কী কারণে এই অত্যাধুনিক অস্ত্র সন্দেশখালিতে মজুত করা হয়েছিল, অস্ত্র কেনার টাকাই বা এসেছিল কোথা থেকে, সেটাই এখন ভাবাচ্ছে CBI-কে। কেন্দ্রীয় এজেন্সির দাবি, একেকটি আগ্নেয়াস্ত্রের দাম ৭-৮ লক্ষ টাকা। সব মিলিয়ে প্রায় ৪০ লক্ষ টাকার অস্ত্র গতকাল উদ্ধার হয়েছে। কোথা থেকে কেনা হয়েছিল এই অস্ত্র? তবে কি অস্ত্র চোরাচালানেও যুক্ত ছিল শেখ শাহজাহান? ৫ জানুয়ারি, ED-র ওপর হামলার পরেই কি এই অস্ত্রগুলি লুকিয়ে ফেলা হয়েছিল? খতিয়ে দেখছে সিবিআই।

শুক্রবার সারা বাংলার নজর ছিল সন্দেশখালির দিকে। NSG-কে নিয়ে সন্দেশখালিতে  উদ্ধার হয় বিরাট দামি অস্ত্র। উদ্ধারে ছিল স্পেশাল গল্ক পিস্তলও , আর এই ঘটনায় কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনে নালিশ জানায় তৃণমূল।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন