রণকৌশল ঠিক করতে শিলিগুড়ি থেকে কোচবিহারের উদ্দেশ্যে কে গেলেন হেলিকপ্টারে, দেখতে ভিড় সাধারণ মানুষের!Who went from Siliguri to Cooch Behar in a helicopter to fix the strategy, the crowd of ordinary people to see!
নির্বাচনি রণকৌশল ঠিক করতে শিলিগুড়ি থেকে কোচবিহার এর উদ্দেশ্যে রওনা হলেন তণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের রাসমেলা মাঠে হেলিপ্যাডে নামবেন তিনি। প্রথমে মদনমোহন বাড়িতে পুজো দিয়ে জেলা কার্যালয়ে নির্বাচনি কোর কমিটির সঙ্গে বৈঠক করবেন। দলীয় সূত্র থেকে পাওয়া খবরে জানা যায় কোচবিহারে একাধিক কর্মসূচি থাকলেও কোনও কর্মীসভা বা জনসভা করবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরে তিনি হেলিকপ্টার করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন। আজ শিলিগুড়ির সংলগ্ন ফুলবাড়ীর ভিডিওকন এর হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে কোচবিহারের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা অভিষেক ব্যানার্জিকে দেখতে ভিড় জমান।