আপনি কি চিনেন? ইনি কে? সবটা জানলে গর্বে খুশি হবেন আপনিও!! জানুন এক ক্লিকে!!What do you recognize? Who is this? If you know everything, you will be happy with pride!! Know in one click!!
মনে আছে ভারতের প্রথম মহাকাশচারী কে? ভারতের প্রথম মহাকাশচারী আজকের দিনেই মহাকাশে গিয়েছিলেন রাশিয়ার এক মহাকাশ যানে আজ থেকে ঠিক ৪০ বছর আগে । সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জিজ্ঞাসা করেছিলেন মহাকাশচারী স্কোয়াড্রন লিডার রাকেশ শর্মার কে যে "মহাকাশ থেকে ভারত কে দেখতে কেমন লাগে "। সে সময় উত্তরে রাকেশ শর্মা বলেছিলেন "সারে জাহান সে আচ্ছা..." প্রতিটি ভারতীবাসীর তখন হৃদয় গর্ব ও আনন্দে ভরে গিয়েছিল!
আর রাকেশ শর্মার সেই মুখ নিঃসৃত বাক্য "সারে জাহা সে আচ্ছা "প্রত্যেক ভারতবাসীর কাছেই যেন গর্বের মুহূর্তের এক চিরন্তন শব্দ।
আজকের দিনেই ভারতের প্রথম মহাকাশচারী স্কয়ারড্রোন লিডার রাকেশ শর্মা এই যুগান্তকারী রেকর্ড করেছিলেন যা ভারতের যুবকদের মহাকাশ নিয়ে গবেষণা এবং পড়ার এক আলাদা উৎসাহ তৈরি করে। এই ঘটনায় রাকেশ শর্মাকে ভারতীয় মহাকাশ গবেষণায় অমর করে রেখেছে।