বড় দায়িত্ব পেলেন রাজগঞ্জের সমাজসেবী,চা শ্রমিকদের নানা সমস্যা সমাধানে কাজ করবেন তিনি, কি কি কাজ করবেন তিনি জানুন এ ক্লিকে!!Social worker of Rajganj got a big responsibility, he will work to solve various problems of tea workers, click here to know what he will do!!
রাজগঞ্জ,নিজস্ব সংবাদদাতা:রাজগঞ্জ এর সমাজসেবী দেবাশীষ সরদার পেলেন বড় দায়িত্ব। ভারতীয় টি ওয়ার্কার্স ইউনিয়ন এর সহ-সভাপতি এর দায়িত্ব পেলেন আজ ।কেন্দ্রয়মন্ত্রী জন বাড়লা এই সংগঠনের পতাকা তুলে দিয়ে এই দায়িত্ব দেন। ভারতীয় টী ওয়ার্কারস ইউনিয়ন আলিপুরদুয়ার,জলপাইগুড়ি,দার্জিলিং সমতল এবং পাহাড়ে চা শ্রমিকদের সংগঠিত করন এবং চা শ্রমিকদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও সমস্যা নিয়ে কাজ করছে । উত্তরবঙ্গে বিজেপির চা শ্রমিক সংগঠন হল এই "ভারতীয় টি ওয়ার্কার্স ইউনিয়ন(BTWU)"।