জমি মাফিয়া দের অত্যাচারে আত্মহত্যার পথ বেছে নেবে বলে হুমকি দিলেন এক ক্ষুদ্র চা চাষী, ঘটনা ঘিরে চাঞ্চল্য এলাকায়!!A small tea farmer threatened to commit suicide due to the oppression of the land mafia, there is a lot of excitement in the area!!


নিজস্ব সংবাদদাতা,রাজগঞ্জ: মাফিয়াদের হুমকির জেরে  আত্মঘাতীর পথ বেছে নিতে বাধ্য  হবেন বলে হুমকি দিলেন ক্ষুদ্র চা বাগানের মালিক।  ঘটনা ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি ফালাকাটা কামার ভিটা গ্রামের বাসিন্দা গৌতম সিদ্ধার কয়েক বিঘা চা বাগান রয়েছে সিকারপুর গ্রাম পঞ্চায়েতের কুন্দরদিঘি এলাকায়। সেই বাগানে প্রবেস করলেই এলাকার কিছু জমি মাফিয়া নিত্যদিন হুমকি দেয় জমি বিক্রি করে দেওয়ার জন্য।  এই অবস্থায় বাগানে কাজ করা এক শ্রমিককে কিছু জমি মাফিয়া হাতে লাঠি সটা নিয়ে দলবল মিলে প্রাণ নাসের হুমকি দিয়ে যায় বাগান মালিক ও শ্রমিকদের।  তার পরেই রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয় কিছু জমি মাফিয়ার বিরুদ্ধে।  এই বিশয়ে চা বাগানের মালিক গৌতম সিদ্ধা জানায় বার বার জমিটি জোর করে নিয়ে নেওয়ার জন্য অনবরত হুমকি দিয়ে যাচ্ছে কিছু জমি মাফিয়া। আমাকে যখন তখন মেরে ফেলার হুমকি দেয়। শুধু বাগানে এসে নয়,ফোনের মাধ্যমে হুমকি দেওয়া হচ্ছে। এলাকার কিছু জমি মাফিয়া জোর করে বাগানটি নিয়ে নেওয়ার কৌশল করছে।  আমি রাজগঞ্জ থানায় লিখিত আকারে জানানোর পরও কোন ব্যবস্থা নেওয়া হয়নি প্রশাসনের পক্ষ থেকে। এইভাবে চলতে থাকলে আমার আত্মহত্যার পথ বেছে নিতে হবে। আমার আত্মহত্যার জন্য দায়ী হবে জমি মাফিয়া ও পুলিশ প্রশাসন। আমার বাগানটি এক মাত্র সম্বল। বাগান নিয়ে নিলে আমি কি ভাবে চলব। আর সেই কারনে আত্মহত্যা করতে বাধ্য হবো। এই বাগান থেকে যা আয় হয় তা দিয়ে সংসার চালাই আমি। বুধবার সকালে এক দল জমি মাফিয়া এসে জমি নিয়ে নেওয়ার হুমকি দেয়। দীর্ঘদিন ধরে জমি দেবার জন্য চাপ তৈরি করছিল।  আমি রাজি না হবায় আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। আমি চাই প্রশাসন বিশয়টি দেখে ব্যবস্থা নিলে খুব উপকার হব।  অন্য দিকে এই বিশয়ে বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সমিজুউদ্দিন আহমেদ জানায় এই ধরনের কথা আপনাদের থেকে শুনতে পেলাম। আমি চা বাগানের মালিকের সাথে কথা বলবো।  সাথে বিষয়টি স্থানীয় প্রশাসন ও এলাকার বিধায়ক কে জানাব। কোন ভাবেই মেনে নেওয়া হবে না জমি মাফিয়াদের ভয়ে ক্ষুদ্র চা চাষী আত্মহত্যার পথ বেছে নেবে। জমি মাফিয়াদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের সাথে কথা বলা হবে। অন্য দিকে যে সকল জমি মাফিয়াদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠেছে তাদের সাথে যোগাযোগ করা হলে কোন মন্তব্য করতে চাইনি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন