ফিতা কেটে মাল্টি লেভেল শোরুমের উদ্বোধন করলেন রাজগঞ্জ এর সমাজ সেবী!Rajganj's social worker inaugurated the multi-level showroom by cutting the ribbon!


 শিলিগুড়ি দেশবন্ধু পাড়ায় এক মাল্টিলেভেল শোরুমের ফিতা কেটে উদ্বোধন করলেন রাজগঞ্জ এর সমাজ সেবী দেবাশীষ সরদার। উদ্বোধনের পর দেবাশীষ বাবু সবাইকে রবিবার সন্ধ্যায় উদ্বোধন হওয়া এই অফিসে আশার এবং সহযোগিতা করার অনুরোধ জানান। সাম্প্রতিককালে রাজগঞ্জের এই সমাজসেবী নিজের কার্য প্রণালী সমাজের প্রত্যেক ক্ষেত্রে প্রসারিত করছেন প্রত্যেকদিন। কখনো চিকিৎসাধীন মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন, আবার গরীব মেয়ের বিয়েতে সহযোগিতা করছেন । সমাজে নানান ধরনের ভূমিকা পালন করে চলেছেন প্রতিদিন। এর ফলসরূপ সাম্প্রতিক চা শ্রমিকদের নানান সমস্যা সমাধান করার জন্য বিজেপির চা শ্রমিক সংগঠনের সহ-সভাপতির দায়িত্বও পেয়েছেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন