কাজ শেষে বাড়ি ফেরার পথে ভবঘুরের আক্রমণে গুরুতর এক ব্যক্তি, ঘটনা ঘিরে চাঞ্চল এলাকায়!!A person is seriously attacked by a vagabond on his way home after work, in Chanchal area around the incident!!
কাজ থেকে বাড়ি ফেরার পথে এক ভবঘুরে ব্যক্তির পাথরের আঘাতে গুরুতর আহত এক ব্যক্তি। এই ঘটনাকে ঘিরে চঞ্চল্য তৈরি হয় হয়েছে সাহুডাঙ্গি- আমবাড়ি রাজ্যে সড়কের ক্যানেলমোড় এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাজ শেষ করে মান্দাদারীর মজারুল মোহাম্মদ (৩৮)সাইকেল নিয়ে আমবাড়ির দিকে যাচ্ছিলেন রবিবার রাত নটা নাগাদ, সেই সময় সাহুডাঙ্গি সংলগ্ন ক্যানাল মোড়ে হঠাৎ এক ভবঘুরে পাথর দিয়ে সেই আঘাত করে। রাস্তায় লুটিয়ে পড়ে মজারুল। গুরুতর আহত অবস্থায় চিৎকার করতে থাকে মজারুল, এই চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসেন। স্থানীয়রা সেই ভবঘুরকে ধরে ফেলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আমবাড়ি ফাঁড়ির পুলিশ। পুলিশ গুরুতর আঘাত পাওয়া মজারুল মোহাম্মদ কে উদ্ধার করে ফুলবাড়ির এক বেসরকারি হাসপাতালে পাঠিয়ে দেয়। খবর দেওয়া হয় মজারুলের পরিবারকে। শেষ খবর পাওয়া অবধি জানা যায় আশঙ্কা জনক অবস্থায় ফুলবাড়ীর এক নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছে মজারুল মোহাম্মদ।