ফের আরেকবার বিজেপির প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করার ডাক দিলেন কেএসডিসির সদস্যরা Once again the members of KSDC called for the victory of BJP candidates by voting


রাজ্যে দ্বিতীয় দফা ভোট আগামীকাল।দ্বিতীয় দফাতে পশ্চিমবঙ্গে তিন জেলাতে ভোট রয়েছে,  তার মধ্যে দার্জিলিং রায়গঞ্জ ও বালুরঘাটে আগামীকাল ভোট।  ভোটের ঠিক এক দিন আগে আরো একবার বিজেপিকে সমর্থন করার আহ্বান জানালেন কামতাপুর স্টেট ডিমান্ড কমিটির সদস্যরা বৃহস্পতিবার রাজগঞ্জ প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে। সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন দার্জিলিংয়ে রাজু বিস্ত কে ভোট দিয়ে জয়যুক্ত করুন। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন  কামতাপুর স্টেট ডিমান্ড কমিটির চিপ কনভেনার তপতী মল্লিক, মনোরঞ্জন রায়, এম ডি হাসিবুল, দেবেন রায় সহ অনেকে।  সাংবাদিক সম্মেলন করে তপতী মল্লিক জানায় আগামীকাল দ্বিতীয় দফায় লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ দার্জিলিং এ।  দার্জিলিং ,রায়গঞ্জে ও বালুরঘাটের কামতাপুর স্টেট ডিমান্ড কমিটির সদস্যদের বার্তা দেওয়া হচ্ছে বিজেপি প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমরা আশাবাদী দার্জিলিংয়ে রাজু বিস্ত বিপুল ভোটে জয় যুক্ত হবে। আমাদের কামতাপুর স্টেট ডিমান্ড কমেডির সদস্যরা বিজিবপি কে সাংবাদিক সম্মেলনের বিজেপিকে ভোট দিয়ে জীবন সিংয়ের হাত শক্ত করবে। তপতী দেবী আরো দাবি করেন কেন্দ্রীয় সরকারের সাথে কেএলও চিপ জীবন সিংহ এর শান্তি আলোচনা সঠিক পথেই চলছে ,আমরা আশা করছি ভোটের পরে কেন্দ্র সরকার যে কথা দিয়েছে তা পালন করবে। এজন্যই উত্তরবঙ্গের রাজবংশী কামতাপুরী মানুষ জীবন সিংহ এর সাথে আছে তাই উত্তরবঙ্গের সব কটি আসনেই বিজেপির প্রার্থীদের ভোট দিবেন কামতাপুরী রাজবংশী মানুষ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন