মোদির সভায় যাওয়ার পথেই দুর্ঘটনার কবলে পড়ে ১৮ জন সমর্থক আহত,ছুটে আসলেন বিধায়িকা!On the way to Modi's meeting, 18 supporters were injured in an accident, the legislator escaped!


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যাওয়ার পথে  দুর্ঘটনায় গুরুতর আহত অন্তত ১৮ জন বিজেপির সমর্থক। তাদেরকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য। এদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। পরে এই আশঙ্কা জনক বিজেপির সমর্থক কে শিলিগুড়ি এক নার্সিংহোমে ভর্তি করা হয়।
সূত্র মারফত জানা যায় রাজগঞ্জের মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের টাকিমারি এলাকা থেকে একটি ছোট চার চাকার গাড়িতে বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক মোদির সভায় যাচ্ছিলেন। পথে বোধাগঞ্জ ও রংধামালীর মাঝে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এরপরে গুরুতর আহত হয় ওই ১৮ জন বিজেপি সমর্থক। আর এই খবর ছড়িয়ে পড়ার পর প্রধানমন্ত্রীর সভা শেষে ছুটে আসেন ডাবগ্রাম ফুলবাড়ী বিধায়িকা স্বীকা চ্যাটার্জি, আহতদের খোঁজখবর নেন এবং পরিবারের সাথে কথা বলেন বিজিবি নেতৃত্ব। বিধায়িকার সাথে ছিলেন রাজগঞ্জ বিজেপির সভাপতি নিতাই মন্ডল, দেবাশীষ দে সহ বিজেপির নেতৃত্ব।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন