লোকসভা ভোটের প্রাক্কালে রাজগঞ্জে উদাং দরবার KSDS এর KSDS's Udang Durbar in Rajganj on the eve of Lok Sabha polls


লোকসভা নির্বাচনে রাজ্যের শাসকদলকে সমর্থ না করলেও ঘুড়িয়ে বিজেপি কে সমর্থ করার ইঙ্গিত দিলেন কামতাপুর স্টেট ডিমান্ড কমিটি সদস্যরা। মঙ্গলবার  এক বৈঠকের পর এই সিদ্ধান্ত নেন কমিটির সদস্যরা।  মঙ্গলবার রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের মনুয়াগছ এলাকার রাস মেলা ময়দানে কামতাপুর স্টেট ডিমান্ড কমিটির পক্ষ থেকে এক বৈঠক ডাকা হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন কামতাপুর স্টেট ডিমান্ড কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ হাসিবুল,  মনোরঞ্জন রায়, অজিত রায়, বিমল রায় সহ অনেকে। সেই বৈঠকে গ্রামের অনেক মহিলারা উপস্থিত ছিলেন।  বৈঠক শেষে মোহাম্মদ হাসিবুল জানায় নির্বাচনে কামতাপুর স্টেট ডিমান্ড কমিটির পক্ষ থেকে শাসক দলকে কোন ভাবে সমর্থ করা হবে না। এর কারন উত্তরবঙ্গকে আলাদা রাজ্যের বিরোধিতা করে তৃণমূল কংগ্রেস।  সেই কারণে তৃণমূল কংগ্রেসের সাথে নেই আমরা।  অন্যদিকে বিজেপির প্রসঙ্গে জানায় বর্তমানে আমরা বিজেপি কে সমর্থ্যন না করলেও উত্তরবঙ্গকে আলাদা রাজ্যের জন্য কেন্দ্র সিদ্ধান্ত নিতে পারবে।  আর সেই কারনে কেন্দ্রীয় সরকারের পাশে থাকলেও আমাদের চিপ জীবন সিংহ  লোকসভা ভোটের আগে আমাদের যা বার্তা দিবেন আমরা সেই নির্দেশ পালন করব। জীবন সিংহ  যা সিদ্ধান্ত নেবে তা আমরা মেনে নেব। মনোরঞ্জন রায় , অজিত রায় বলেন উত্তরবঙ্গের সাধারণ মানুষের নেতা হলেন জীবন সিংহ, কেন্দ্রীয় সরকারের সাথে জীবন সিংহ এর যে শান্তি আলোচনা চলছে সেদিকেই আমরা লক্ষ্য রাখছি। জীবন সিংহ আমাদের যা আদেশ দিবেন আমরা তা অক্ষর অক্ষরে পালন করব।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন