কোচবিহারের সভায় প্রধানমন্ত্রী উত্তরবঙ্গ ও জীবন সিংহ কে নিয়ে কিছু বলুক আশা করছেন kSDC এর সদস্যরা।Members of KSDC are expecting the Prime Minister to say something about North Bengal and Jeevan Singh in the Cooch Behar meeting.
আগামীকাল কোচবিহারে লোকসভা ভোটের প্রচারে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কোচবিহারে প্রধানমন্ত্রী যেন উত্তরবঙ্গকে আলদা রাজ্য অথবা ইউনিয়ন টেরিটরি করার কোন ইঙ্গিত দেন সেই আশায় করছেন কামতাপুর স্টেট ডিমান্ড কমিটির সদস্যরা। এই কমিটির কনভেনার তপতী মল্লিক জানান ২০২৩ সালে কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে KLO চীফ জীবন সিংহ পিস টকে অংশগ্রহণ করতে ভারতে আসে। পিস টক চললেও কেন্দ্রীয় সরকার জীবন সিংহকে নিয়ে এখনো ইতিবাচক কোন পদক্ষেপ গ্রহণ করেনি। এরফলে রাজবংশী কামতাপুরী মানুষ হতাশ।অন্যদিকে এক্সিকিউটিভ মেম্বার মনোরঞ্জন রায় বলেন প্রধানমন্ত্রী আগামীকালের সভা থেকে জীবন সিংহ কে নিয়ে কোন বার্তা দিলেও আমরা খুশি হব। আসন্ন লোকসভা ভোটে আমরা বিজেপি কে সমর্থন করবো শর্তসাপেক্ষে যদি জীবন সিংয়ের সাথে কেন্দ্রীয় সরকারের পিস টকে কোন ইতিবাচক ভূমিকা পালন করে এবং সেটা যদি আগামীকালের কোচবিহার সভা থেকে কোন ইঙ্গিত দেন। রাজগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে আজ উপস্থিত ছিলেন কেএসডিসির কনভেনার তপতী মল্লিক, এক্সিকিউটিভ সদস্য মনোরঞ্জন রায়, মোহাম্মদ হাসিবুল সহ আরো বেশ কয়েকজন সদস্য ।