দার্জিলিং লোকসভা কেন্দ্রে মনোনয়ন জমা দিলেন কেপিপির বর্ষিয়ান নেতা বুদারু রায়!KPP senior leader Budaru Roy submitted nomination for Darjeeling Lok Sabha constituency!
কেপিপির দার্জিলিং লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিলেন কেপিপির সহ-সভাপতি তথা বর্ষিয়ান কেপিপি নেতা বুদারু রায়। বৃহস্পতিবার দলবল নিয়ে নমিনেশন জমা দিলেন দার্জিলিং জেলা শাসকের অপিশে। গত ২০০৯ থেকেই কেপিপি কেন্দ্রীয় সরকারের সমর্থনে ছিল।এবং কেপিপির ফাউন্ডার সভাপতি স্বর্গীয় অতুল রায় পরবর্তী সময়ে রাজ্য সরকারের সমর্থনে আসে। কেন্দ্র ও রাজ্য সরকার কেপিপিকে প্রতিশ্রুতি দিলেও কামতাপুরি ভাষাকে অষ্টম তপশীল এর অন্তর্ভুক্তি অথবা উত্তরবঙ্গ কে আলদা রাজ্য বা ইউনিয়ন টেরিটরি ঘোষণা করেনি।এর ফলেই কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে কেপিপি ইতিমধ্যে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে প্রার্থী দেয়।আজ দার্জিলিং লোকসভা কেন্দ্রে নমিনেশন নেওয়ার পর বুদারু বাবু জানান আমরা জেতার আশা নিয়েই নমিনেশন জমা দিয়েছি, বিজেপি তৃণমূল একই টাকার দুই পিঠ, এরা ভোট আসলে উত্তর বঙ্গের জন্য নানান প্রতিশ্রুতি দেয় ভোটের পরে সব ভুলে যায়। উত্তরবঙ্গ মানুষের সত্যি কারের সমস্যার সমাধান করতে গেলে উত্তরবঙ্গের জাতি মাটির দল করতে হবে সবাইকে। আর আমরা উত্তরবঙ্গের মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ ৯০ এর দশক থেকে,আমাদের দল প্রতিষ্ঠার লগ্ন থেকেই । আমাদের দল উত্তরবঙ্গের ভাষা মাটি ও এখানকার সংস্কৃতি কে রক্ষা করার জন্যই তৈরি হয়েছে। উত্তরবঙ্গের মানুষ সহজ সরল বলে এরা ভোট এলেই মানুষকে প্রতিশ্রুতি দিয়ে ভোট বৈতরণী পার হয় কিন্তু উত্তরবঙ্গের মানুষের সমস্যার আসু সমাধান কোনদিনই করে না, তাই এবার মানুষ আমাদের দেখবে এবং আমরা জিতার ব্যাপারে আশাবাদী।