
নিজস্ব সংবাদদাতা,রাজগঞ্জ:রাজগঞ্জ ব্লক বিজেপির পক্ষ থেকে আজ বিজেপির 44 তম প্রতিষ্ঠা দিবস পালন হল রাজগঞ্জ ব্লকের মান্দারী গ্রাম পঞ্চায়েতের শিমুলগুড়িতে। আর এই ৪৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষেই প্রায় ৩০০ জন সিপিআইএম ও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে আজ।

প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিজেপির জেলা কমিটির সদস্য দেবাশীষ দে ও ব্লক কমিটির সভাপতি নেতাই মন্ডল জানান ৪৪ তম প্রতিষ্ঠা দিবস হলেও বিজেপি সংগ্রাম বহুদিনের ,আর বিজেপিকে প্রতিষ্ঠা করতে গিয়েই পশ্চিমবঙ্গের বাংলার বাঘ বলে পরিচিত আশুতোষ মুখোপাধ্যায়ের বাবা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রাণ বিসর্জন দিয়েছিলেন।

ভারতের অন্যান্য অঙ্গরাজ্যের মতো কাশ্মীরকেও তিনি তা করতে চেয়েছিলেন , এবং শেষ পর্যন্ত কাশ্মীরে গিয়ে নিজের প্রাণ বিসর্জন দেন। বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ব্লক নেতৃত্ব বিজেপির নানান ইতিহাস তুলে ধরে। প্রতিষ্ঠা দিবস পালন উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর মন্ডলের বিজেপির সভাপতি অর্জুন মন্ডল, বাদল রায় ,মৃগেন রায় শহর বিজেপির কর্মী ও সমর্থকরা।