ড্রেন নাকি রাস্তা বোঝা মুশকিল গ্রামবাসীদের, দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসীরা, কোথাকার এই ঘটনা জানুন!!It is difficult for the villagers to understand the drain or the road, the villagers who are fed up with the stench, know where this incident comes from!!
ড্রেনের জল রাস্তায়, দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসীরা, এই ঘটনায় এলাকায় বাসিন্দাদের ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে এলাকায়।
শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ী ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকার মাইকেল মধুসূদন কলোনিতে এদিন গিয়ে দেখা গেল এলাকার সমস্ত নিকাশি নালাগুলিতে প্লাস্টিক সহ আবর্জনা দিয়ে মুখ বন্ধ রয়েছে। জল বেরোনোর কোন রাস্তা নেই, তাই ড্রেনের সমস্ত নোংরা জল এখন রাস্তার উপরে উঠে এসেছে। এলাকাবাসী ঠিক মতন চলাফেরা করতে পারছেন না। এ ব্যাপারে এলাকাবাসীদের প্রশ্ন করা হলে জানালেন প্রায় কয়েক মাস ধরে এমন সমস্যার ফলে বেকায়দায় পড়ে গিয়েছেন তারা। সকালবেলা জলের পরিমাণ কম থাকলেও বেলা বাড়তে বাড়তে নাকি জল বেড়ে ড্রেনের নোংরা জল বাড়িতে ঢুকে যায়।
এ ব্যাপারে পঞ্চায়েত সদস্য সঞ্জয় বিশ্বাসের কাছে জানতে চাওয়া হলে সমস্যার কথা স্বীকার করেন।তিনি জানালেন ১০০ দিনের কাজ বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার। প্রাপ্য কাজের টাকা দিচ্ছে না, তাই কজের লোক পাওয়া যাচ্ছে না এইভাবে সাফাই দিলেন।
গ্রাম প্রধান সুনিতা রায় চক্রবর্তীর কাছে জানতে চাওয়া হলে তিনি জানালেন সমস্যার কথা আমি শুনেছি। খুব তাড়াতাড়ি যাতে এই সমস্যা দূর হয় তা চেষ্টা করব। তবে এই সমস্যাটি এলাকার পঞ্চায়েত সদস্যর দেখার দরকার ছিল।।
এ ব্যাপারে এলাকার প্রাক্তন পঞ্চায়েত তথা জলপাইগুড়ি জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক রাহুল বর্মন জানালেন কয়েকদিন আগেও তার কাছে অনেকে এসেছিলেন সমস্যার কথা তুলে ধরেছিলেন। যদি দ্রুত এই সমস্যা সমাধান না হয় তাহলে রাজনৈতিকভাবে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন।
অন্যদিকে ফুলবাড়ী ১ নং গ্রাম প্রধান সুনিতা রায় চক্রবর্তী বলেন যেখানকার সমস্যা আগে সেখানকার পঞ্চায়েতকে দেখা উচিত ছিল এসব, আমার কাছেও কমপ্লেন এসেছে ।গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই সমস্যার সমাধান করা হবে খুব তাড়াতাড়ি।