সিপিআইএম ও তৃণমূল ছেড়ে শতাধিক পরিবার যোগ দিলেন বিজেপিতে, কোথায় শক্তিশালী হলো বিজেপি! জানুন এক ক্লিকে!!Hundreds of families left CPIM and Trinamool and joined BJP, where did BJP become stronger! Know in one click!!
নিজস্ব সংবাদদাতা,রাজগঞ্জ:সিপিআইএম ও তৃণমূল ছেড়ে শতাধিক পরিবার বিজেপিতে যোগদান। শনিবার সকালে মান্দাদাড়ি গ্রাম পঞ্চায়েতের শিমুলগুড়িতে এই যোগদান সভা হয়। বিগত দিনের সিপিএমের পাঁচবারের পঞ্চায়েত সদস্য কুমার পূর্ণেন্দু নারায়ণ এর নেতৃত্বে প্রায় ১০০ টি পরিবার এবং সিকিন রায়ের নেতৃত্বে প্রায় ২২ জন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে। এই যোগদানের পরে বিজেপির দাবি 300 জনেরও বেশি সাধারণ মানুষ বিজেপিতে যোগদান করল আজ। বিজেপিতে যোগদান করে কুমার পূর্ণেন্দু নারায়ণ জানান সিপিআইএম এই মুহূর্তে খুবই শোচনীয় অবস্থায় রয়েছে তাই মোদীজি এবং মোদিজীর উন্নয়নকে দেখে আমরা বিজেপিতে যোগদান করলাম, এতে আমি খুশি। অন্যদিকে সিকিন রায় জানান মান্দাদারি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের নেতৃত্ব আমাদের সাথে যোগাযোগ করে না, পঞ্চায়েত ভোটে আমাকে তৃণমূলের টিকিট দেওয়ার পর আর কেউ গুরুত্ব দেয় না, অবহেলা করে তাই আমি আজ বিজেপিতে যোগদান করলাম।
বিজেপিতে যোগদানকারীদের স্বাগত জানিয়ে জেলা কমিটির সদস্য দেবাশীষ দে জানান যারা তৃণমূল করে তাদের পরিবারের সদস্যরাই বিজেপিতে ভোট দিবে ,তৃণমূলের চাপেই অনেকেই প্রকাশ্যে আসে না।
বিজেপির উত্তর মণ্ডলের সভাপতি অর্জুন মন্ডল জানান এই যোগদানের ফলে মান্দাদারি গ্রাম পঞ্চায়েতে বিজেপিএ আরো শক্তিশালী হলো। এর ফলে আসন্ন লোকসভা ভোটেও এর প্রভাব পড়বে।
আজকের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন রাজগঞ্জ ব্লক বিজেপি সভাপতি নিতাই মন্ডল, মৃগেন রায়, বাদল রায় সহ বিজেপির অনেক কর্মী ও সমর্থক।