মেলা না বসলেও আমবাড়ি করতোয়া ঘাটে গঙ্গাস্নানে ভির পূর্ণার্থীদের Even though the fair is not held, the people of Ambari Kartoya Ghat are crowded with Ganges bathing
মেলা না বসলেও অষ্টমী তিথিতে আমবাড়ির কড়তোয়া নদীতে গঙ্গাস্নানে পূর্ণার্থীদের ভিড়।
অষ্টমী তিথিতে রাজগঞ্জের আমবাড়ি ফালাকাটার করোতোয় পূর্ণার্থীদের ভিড়। প্রত্যেক বছর অষ্টমী তিথি উপলক্ষে আমবারি ফালাকাটার করোতোয়া নদীর ধারে সাত দিন ধরে বিরাট মেলা বসে, যদিও এবার লোকসভা ভোটের করাকরিতে প্রশাসন অনুমতি দেয়নি মেলা বসার। করতোয়া নদীতে পুণ্যস্নানে পূর্ণার্থীদের ভিড় দেখা গেল । মঙ্গলবার ভোর হতেই দূর দূরান্ত থেকে পূর্ণার্থীরা ভিড় জমান করোতো নদীতে পুনঃস্নানে। ভিড় সামলানোর জন্য পুলিশ এবং পুর্নার্থীরা যাতে কোন দুর্ঘটনার সম্মুখীন না হয় স্নানের সময় ,মেলা প্রাঙ্গনে রাখা হয়েছে যথেষ্ট সিভিল ডিফেন্সের ভলান্টিয়ারদের। নদীতে নৌকা দিয়েও টহল দিচ্ছেন অনবরত সিভিল ডিফেন্সের ভলান্টিয়াররা। বিগত বছরগুলোর তুলনায় এবছর কিছুটা হলেও কম দেখা যায় পূর্ণ্যার্থীদের বলে জানান করতোয়া মেলা কমিটির সদস্য বাবলু রায়। কনিকা রায় নামে এক চিড়া মুড়ি দই বিক্রেতা জানান গত বছরগুলি তুলনায় এবার বিক্রি বাটা তেমন হয়নি বললেই চলে।