রাস্তায় পড়া ছেলের দেহ খুবলে খায় কুকুর, সেই থেকে নেন প্রতিজ্ঞা, আজ ৮০ ঊর্ধ্ব বৃদ্ধই ভারতের শরীফ চাচা!!A dog eats the body of a boy lying on the street, from that he took a vow, today the old man above 80 is the Sharif uncle of India!!
এখনকার দিনে কি করতে চাইলে শুধু টাকার প্রয়োজন হয় না, সবার আগে দরকার হয় মানসিকতা। ভারতে যেমন উদাহরণ শরীফ চাচা। হ্যাঁ, এই নামেই গোটা ভারতবর্ষ এখন চেনে লোকটাকে। এবার থেকে গোটা বিশ্ব চিনবে এই একই নামে..! কাগজি নাম, মহম্মদ শরীফ।বয়স ৮০ বছর। উত্তরপ্রদেশ, অযোধ্যার একজন সাধারণ সাইকেল মিস্ত্রী।
১৯৯২ সালের এক পথদুর্ঘটনায় তাঁর বড় ছেলের প্রাণ যায়। তার দেহ আনক্লেইমড অবস্থায় পড়ে থাকে বেশ কয়েকদিন। পরিচয় জানতে না পারায় কেউ হাত দেয় না সেই মৃতদেহে। রাস্তার কুকুররা খুবলে খুবলে খেতে থাকে সেই দেহ।পরে খবর পেয়ে পরিবারের লোকজন দেহ নিয়ে এসে ইসলাম মতে শেষকৃত্য সম্পন্ন করেন। পুত্রশোকে সাধারণত মানুষ পাথর হয়ে যায়,শরীফ চাচা আরোও বেশি মানবিক হয়ে উঠেছেন সেই দিন থেকে। সেদিন ছেলের জানাজায় হাঁটতে হাঁটতে চাচা সিদ্ধান্ত নেন, আর কোন মৃতদেহ লাওয়ারিশ পড়ে থাকবে না,অন্তত তিনি থাকতে দেবেন না। যেমন ভাবা, তেমন কাজ। ছোট সাইকেল রিপিয়ারিংয়ের দোকানের ওপরে ভর করেই শুরু হল সমাজের বুকে পড়ে থাকা লাওয়ারিশ লাশের শেষকৃত্য সম্পন্ন করা। এই অব্দি তিনি সর্বমোট ৪৫০০০ আনক্লেইমড মৃতদেহের শেষকৃত্য সম্পন্ন করেছেন। তাঁর এই অলিখিত জয়যাত্রা এখনো অব্যাহত ...
শরীফ চাচা পদ্মশ্রী পেয়েছেন। ভালো থাকুন চাচা। আপনাকে দেখেই এই সমাজের বুকে আরো কয়েকটা মহম্মদ শরীফের জন্ম হোক...
আমাদের পদ্মশ্রী। শরীফ চাচার সমাজকে দেখিয়েছেন এক নতুন পথ, তার এই নতুন কাজের জন্যই সারা পৃথিবী একদিন মনে রাখবে এই ৮০ ঊর্ধ্ব শরীফ চাচাকে।