হাট সভা ও পথ সভার মাধ্যমে জোর কদমে চলছে প্রচার কেপিপিইউ প্রার্থীর!


ভোটের দিন যতই এগিয়ে আসছে ততই পথসভা ও হাটসভার মাধ্যমে চলছে জোরকদমে প্রচার কেপিপিইউ এর জলপাইগুড়ির প্রার্থী শিক্ষক মানবেন্দ্রনাথ রায়ের। কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে ২০২৪ এর লোকসভা ভোটে  কেপিপি(ইউ) মনোনীত করে প্রার্থী মানবেন্দ্র রায় কে,পরে কেপিপিও সমর্থন করে মানবেন্দ্র রায় কে।  জলপাইগুড়ি আসনের টিকিট পাওয়ার পর  থেকেই শিক্ষক মানবেন্দ্রনাথ রায় নির্বাচনী পথ সভা,হাট সভা করে চলেছে প্রত্যেক দিনেই। এমনি আজ  রাজগঞ্জ বিধানসভার ফাঁরাবাড়ি আদর্শপল্লী বাজারে ও একটিয়াশাল হাট নির্বাচনী প্রচারে চালায়।প্রচারের পর প্রার্থী মানবেন্দ্রনাথ রায় জানায় ভোটের সময় তৃণমূল বিজেপি নানা প্রলোভন দেখিয়ে ভোট নেয়,এরপর সব ভুলে যায়, তাই এবার উত্তরবঙ্গের মানুষকে সচেতন করতেই আমরা বেশি জোর দিচ্ছি প্রচারে, আর এর ফলে আমরা সাড়াও পাচ্ছি সাধারণ মানুষের কাছে প্রচুর।যা দেখে আমরা জেতার জন্য আশাবাদী। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন