দ্রুতগতির পিকআপের ধাক্কায় চুরমার টোটো,যাত্রীসহ টোটোর চালক আহত!!
পিকআপের ধাক্কায় চুরমার টোটো,আহত টোটো চালক।মঙ্গলবার সকাল দশটা ৩০ মি.নাগাদ সাহুডাঙ্গী নাওয়া পাড়া প্রাইমারি স্কুলের সামনে সাহুডাঙ্গী থেকে আসা দ্রুতগতির এক পিকআপ ভ্যানের ধাক্কায় চুরমার হয়ে যায় এক টোটো। এতে টোটো তে থাকা একজন যাত্রী সহ টোটোর চালক আহত হয়। নাওয়াপাড়া ট্রাফিকের কর্তব্যরত কর্মীরা আহতদের ফুলবাড়ীর এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেন। দুর্ঘটনার খবর পেয়ে আমবাড়ি ফাঁড়ির পুলিশ ছুটে আসে ঘটনাস্থলে।পিকআপ ভ্যান ও চুরমার হওয়া টোটো আমবাড়ি ফাঁড়িতে নিয়ে যায় পুলিশ।আহতদের পরিচয় এখন অব্দি জানা যায়নি। গোটা ঘটনা তদন্ত করছি আমবাড়ি ফাঁড়ির পুলিশ।