ঢাক ঢোল পিটিয়ে নয়, বাড়ি বাড়ি জনসংযোগে প্রচারের গুরুত্ব দিচ্ছেন কোন দল!! জানুন এক ক্লিকে।


ঢাক ঢোল পিটিয়ে প্রচার না করে বাড়ি বাড়ি জনসংযোগে গুরুত্ব কামতাপুর প্রগ্রেসিভ পার্টির প্রার্থী শিক্ষক মানবেন্দ্রনাথ রায়ের। জলপাইগুড়ি কেন্দ্রে কেপিপির হয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই তিনি প্রত্যেকটি ব্লকেই প্রচারে যাচ্ছেন, তবে গুরুত্ব দিচ্ছেন বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগে।বুধবার রাজগঞ্জ ব্লকের বিন্নাগুরি গ্রাম পঞ্চায়েতের সাহুডাঙ্গী সংলগ্ন এলাকায় তিনি প্রচার করেন বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগের মাধ্যমেই। প্রথমে তিনি সাহুডাঙ্গী বাজারে কামতাপুরী ভাষা আন্দোলনের শহীদ বেদীতে শ্রদ্ধা জানিয়ে সাহুডাঙ্গী সংলগ্ন তেলানি পাড়া, নাওয়াপাড়া,পাগলু পাড়ায় জনসংযোগের মাধ্যমে লোকসভা ভোটের প্রচার সারেন।প্রচারের পর কেপিপি প্রার্থী মানবেন্দ্রনাথ রায় জানান বাড়ি বাড়ি গিয়ে প্রচারে আমরা ভালই সাড়া পাচ্ছি। কারণ গ্রামের মানুষ রাজনৈতিক সভায় গিয়ে সবার সামনে নিজের সমস্যার কথা বলতে পারেনা। আমরা যখন প্রচারে বাড়ি বাড়ি যাই,জনসংযোগ করি তখন গ্রামের মানুষ আসল সমস্যা আমাদের সামনে তুলে ধরে এবং মন খুলে কথা বলে এ থেকেই বোঝা যায় সাধারণ মানুষ তৃণমূল বা বিজেপির বড় বড় রাজনৈতিক সভার পরিবর্তে আমাদের বাড়ি বাড়ি জনসংযোগের মাধ্যমে প্রচারে বেশি সাড়া দেয়।প্রার্থী মানবেন্দ্রনাথ রায় আরো জানান  বিজেপি বা তৃণমূল উত্তরবঙ্গের মানুষের আসল সমস্যার সমাধান কোনদিনও করবেনা, ভোটের আগে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিবে ঠিকই,ভোট গেলে আবার তারা উত্তরবঙ্গের মানুষের সমস্যার কথা ভুলে যায়। উত্তরবঙ্গের মানুষের আসল সমস্যার সমাধান যদি কেউ করতে পারে তাহলে করবে কেপিপি, কারণ আমাদের দলটা সেই নব্বই এর দশকে তৈরি হয়েছে উত্তরবঙ্গের মাটি, ভাষা সংস্কৃতি কে বাঁচানোর জন্যই।এই জনসংযোগ যাত্রায় প্রার্থীর সাথে ছিলেন তরুণ রায়, কৃষ্ণ রায়, জগদীশ রায়, বাপ্পা বর্মনসহ আরো অনেক কেপিপির কর্মী ও সমর্থক। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন