পহেলা বৈশাখ উপলক্ষে কর্মীদের ভুরিভোজ,এরপরেই চলবে বাড়ি বাড়ি প্রচার!!


সামনেই পহেলা বৈশাখ,  তার আগে দলিয় কর্মীদের নিয়ে ভুরিভোজ।  তার পরেই নির্বাচনী প্রচারে ব্যস্ত দেখা গেল তৃণমূল কর্মীদের। রাজগঞ্জ ব্লকের মান্তাদাড়ি গ্রাম পঞ্চায়েতের মান্তা দাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগ এলাকার কর্মীদের জন্য ভুড়িভোজের ব্যবস্থা করা হয় আজ। সেই ভুড়িভোজে উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি ললিত রায়। ১৯ শে এপ্রিল লোকসভা ভোট জলপাইগুড়ি জেলায়। আর সেই কারনে রাতদিন প্রচারে ব্যস্ত থাকতে দেখা যায় তৃণমূল কর্মীদের। ব্যস্ততার মধ্যে কর্মীদের উৎসাহ দিতেই এই ভুড়িভোজের আয়োজন বলে জানিয়েছেন অঞ্চল সভাপতি ললিত রায়। তিনি আরো জানান পয়লা বৈশাখ  উপলক্ষেই আজকের এই ভুরিভোজ, আর এই ভুরিভোজ শেষেই কর্মীরা বুথে বুথে গিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর হয়ে প্রচারে নামবেন। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন