
আগামী ১০ তারিখ জলপাই গুড়ি লোকসবা আসনের বিজেপি প্রার্থীর সমর্থনে বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী নির্বাচনী সভা করবেন আমবাড়ি তারঘেরা ময়দানে।

সোমবার সুভেন্দু অধিকারীর সভার প্রস্তুতি খতিয়ে দেখতে এলেন জলপাইগুড়ি বিজেপির সভাপতি বাপি গোস্বামী। এদিন সভার প্রস্তুতি খতিয়ে দেখার পর জানান শুধু রাজগঞ্জ ব্লক নিয়ে এই সভা হচ্ছে, আমরা আশা করছি প্রায় ১৮ থেকে ২০ হাজার লোক সেদিন জমায়েত হবে।বিপুল সংখ্যক মানুষ সেদিন সভায় আসবেন আমরা আশা করছি।এবার জলপাইগুড়ির বিজেপির প্রার্থী জয়ন্ত রায় বিপুল ভোটে জয়ী হবেন গতবারের তুলনায়। শুভেন্দু অধিকারীর সভামঞ্চের প্রস্তুতি খতিয়ে দেখার সময় জেলা সভাপতির সাথে ছিলেন বিজেপির নিতাই মন্ডল,অজিত দত্ত, বাদল রায়,দেবাশীষ দে , ধনঞ্জয় মল্লিক সহ আরও কয়েক জন বিজেপির নেতৃত্ব।