বাংলা সিনেমায় চিরকাল এই উপেক্ষিত টোটো রায় চৌধুরী!!
টোটা রায়চৌধুরী ৮০ এবং ৯০ এর দশকে বাংলা সিনেমায় যত নায়ক ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে রঞ্জিত মল্লিক, চিরঞ্জিত , অভিষেক, আরো যারা যারা যারা ছিলেন , প্রায় প্রত্যেকের সাথে অভিনয় করেছেন বেশিরভাগ সময় পার্শ্ব চরিত্রে।
খুব কম সিনেমায় তিনি সুযোগ পেয়েছেন নায়কের চরিত্রে অভিনয় করার।
তিনি বরাবরই উপেক্ষিত থেকে গেছেন বাংলা সিনেমায়, তাঁকে খুব বেশি প্রধান চরিত্র অভিনয় করতে দেখা যায়নি এবং এমন কোন চরিত্র অভিনয় করতে দেখা যায়নি যেখানে সেই চরিত্রটা অনেকটা বেশি গুরুত্ব পায়।
নায়ক হওয়ার প্রায় সমস্ত গুণই তাঁর মধ্যে ছিল, তবুও তিনি নায়ক চরিত্রে অভিনয় করার সুযোগ পাননি।
তার পরেও তিনি দীর্ঘদিন ধরে বাংলা সিনেমায় কাজ করেছেন।
তিনি স্বর্ণযুগের সিনেমাতেও কাজ করেছেন আবার বর্তমান প্রজন্মের দেবের মত সুপারস্টারের সাথেও কাজ করেছেন।
তারপরও কিন্তু বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে তাঁকে সেভাবে যোগ্য সম্মান দেয়া হয়নি।
খুব বেশি পুরস্কারে পুরস্কৃত ও তাঁকে করা হয়নি,
সম্প্রতি তিনি রণবীর সিং এবং আলিয়া ভাট এর সাথে কাজ করার পর তাঁর অভিনয় সত্তার আরো কয়েকটা দিক দর্শকের সামনে উন্মোচিত হয়েছে।
এবং আগামীতেও তিনি আরো কয়েকটা হিন্দি সিনেমায় কাজ করতে চলেছেন।
এখন হয়তো বাঙালি বুঝতে পারছেন যে, যে সমস্ত অভিনেতাদের তারা উপেক্ষা করেছেন তাঁরা আজ বলিউডের বা দক্ষিণ ভারতের ভালো পরিচালকের সাথে কাজ করার পর তাঁদের অভিনয় সত্তাকে আরো ভালোভাবে দেখানোর পর, হয়তো তাঁকে কাজে লাগানো হবে এই আশা রাখছি।
এ বিষয়ে কি আপনি সহমত?
যদি সহমত না হন আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ।
সহমত হলেও জানাবেন সহমত না হলেও জানাবেন।