রাজবংশী কামতাপুরী সম্প্রদায়ের এটি একটি অন্যতম ঐতিহ্যবাহী পূজা, জানুন এক ক্লিকেই।


" জাগোরে জাগোরে হুদুম আজিকার রাতি
গারোস্থয় করে পূজা দিয়া চাইলন বাতি ..." 
চৈত বৈশাখ বা জেঠ মাসে কয়েক দিন ধরি ঝরি না হইলে কৃষি জীবি কোচ তথা রাজবংশী জাতির কৃষি কাজ শুরু করার খুব দিকদারি । নদী , নালা , দীঘি শুকি যায় । ঝরি , বাদলের বাদে হাহাকার শুরু হয় । ঠিক এই সময় কোচ রাজবংশী জাতি ঝরির কামনাত  ঝরি বা বৃষ্টির দেবতা "  হুদুম দেও " এর পূজা করি থাকে ।  সাধারণত বয়স্ক মহিলা গুলা রাতির অন্ধারত এই পূজা করে । এই পূজাত পুরুষ জাতির উপস্থিতি একবারে নিষিদ্ধ । পাথার বাড়ি বা লোকালয় থাকি মেলা দূরের কোনো মাঠ বা চাষের জমিন অত কলার গচ পুতি উলংগ হয়া মহিলা গুলা হুদুমের গান আর নাচ করে । সাথে সাথে জলছেকা বা হাল চাষের অভিনয় করে কলা গচ এর সোদে। নানান কিসিমের যৌন ক্রিয়ার অভিনয় করে । লোকবিশ্বাস যে বৃষ্টির দেবতা হুদুম রুষ্ট হওয়ার ফলে ঝরি পানি হবার ধরছে না - দৈহিক বা শারীরিক যৌন ভঙ্গির মধ্য দিয়া সন্তুষ্ট করলে হয়তো বৃষ্টি হইবে । এই পূজার গানত ও যৌন সংক্রান্ত মেলা কথা আর নাচের মধ্যেও থাকে নানান যৌন অঙ্গ ভঙ্গি । কোচ কামতা অঞ্চলত অনাবৃষ্টি হইলে ঝরি পানির আবাহনের  বাদে এই পূজা আরো অনুষ্ঠান ।

" হৃদুম দ্যাও হুদুম দ্যাও, হাগী আসলং পানি দেও
হামার দ্যাশওত নাই পানি , হাগা টিকাত বারা বানি
হুদুমের ঘর সাত ভাই , কারো ঘরত কি পানি নাই
এক ঝলকা পানি দেও , গাও ধুইয়া বাড়ি যাই । "

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন