ভ্রমণপিপাসুদের জন্য সর্গরাজ্য হিমাচলের এই ছোট্ট গ্রাম, জানুন এক ক্লিকে!!


হিমাচল প্রদেশের একটি ছোটো গ্রাম সিসু । একটা সময় মানালি থেকে লেহ পর্যন্ত যেতে 16 ঘন্টা । তবে এখন সব অতীত ,বিশ্বের দীর্ঘতম সিঙ্গেল টিউব " অটল টানেলের " দৌলতে সময় লাগে ঘন্টা দশ এগারো । প্রায় 46 কিমি রাস্তা কমে গেছে এখন  9.02 কিমি দীর্ঘ এই অটল টানেলের জন্য । বছরের এই সময় টা মানে মার্চ থেকে মে বরফে আচ্ছাদিত এই গ্রাম হয়ে ওঠে ভ্রমণ পিপাসুদের   স্বর্গ রাজ্য । তার কিছু ঝলক রইলো আপনাদের সামনে ।
কারা কারা যেতে যান ভারতের এই বিখ্যাত জায়গায়। বরফের দেশে গেলেই প্যারাগ্লাইডিং,জিপ্লাইন , স্কেটিং,স্নো বাইক এর মতো অনেক রাইড করে থাকে ভ্রমণপিপাসুরা । কে কে বরফের দেশে গিয়ে কেমন এক্টিভিটি করেছেন ? জানাতে ভুলবেন না কিন্তু !

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন