সিপিআইএম ছেড়ে ফের ১০ টি পরিবার তৃণমূলে যোগদান
মান্দাদারির শিমুলগুড়িতে তৃণমূল কংগ্রেসে যোগদান । লোকসভা নির্বাচনের বাকি আর কয়েকটা দিন। চলছে জোর কদমে প্রচারের পাশাপাশি যোগদান পর্ব।
বুধবার রাজগঞ্জ ব্লকের মান্তাদাড়ি গ্রাম পঞ্চায়েতের শিমুলগুড়ি এলাকায় প্রদীপ রায়ের নেতৃত্বে সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে ১০টি পরিবার যোগদান করেন রাজগঞ্জ পঙ্চায়েত সমিতির সভাপতি রুপালি দে সরকার ও জেলা পরিষদের সদশ্য রনবীর মজুমদারের হাত ধরে।
যোগদানের পর রনবীর মজুমদার জানান এই দশটি পরিবার বা প্রায় 40 জন যোগদানের ফলে তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হলো এই বুথে, এর ফলে লোকসভা ভোটে এর ফলাফল লক্ষ্য করা যাবে।যোগদানের পর প্রদীপ রায় জানান আমি এই এলাকার সিপিআইএমের এরিয়া কমিটির সদস্য ,আমাকে না জানিয়ে সিপিআইএমের আগের পঞ্চায়েত সদস্য পূর্ণেন্দু নারায়ন বিজেপিতে যোগদান করে, এর প্রতিবাদ স্বরূপ দশটি পরিবার নিয়ে আজ আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম।এই যোগদান সভায় উপস্থিত ছিলেন মান্দাদারি অঞ্চল সভাপতি ললিত রায়,এলাকার প্রধান অর্চনা রায় ,সমাজসেবী মলয় রায়,মোশারফ হোসেন,ছোটন গোপ সহ তৃণমূলের কর্মী ও সমর্থক রা।