মন্দিরে পূজো দিয়ে জলপাইগুড়ি সদর বিধানসভায় প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী ডা.জয়ন্ত কুমার রায়।
নিজস্ব সংবাদদাতা,জলপাইগুড়ি :জলপাইগুড়ি সদর বিধানসভার সাতকুরায় গর্তেশ্বরী , গর্ভেশ্বরী , ত্রিস্রোতা মন্দিরে পুজো দিয়ে প্রচার অভিযান শুরু করলেন জলপাইগুড়ির লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডা.জয়ন্ত কুমার রায়। আজ সারাদিন সদর বিধানসভার বিভিন্ন অঞ্চলে অঞ্চলে গিয়ে সদলবলে তিনি প্রচার করবেন। মন্দিরে পূজা দেওয়ার পর ডাক্তার জয়ন্ত কুমার রায় জানান প্রচারে ভালোই সারা পাচ্ছি, আর এতেই বিরোধীরা ভয় পাচ্ছে, এজন্যই গতকাল মাল বাজারে বিরোধীরা চক্রান্ত করে আমাকে প্রচার করতে দিচ্ছে না।যেখানেই ইতিমধ্যেই তারা হেরে গিয়েছে বা আমার প্রচারে ভয় পাচ্ছে। এইবারও জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে বিপুল ভোট নিয়ে তিনি জিতবেন বলে আশা প্রকাশ করেছেন।