বড় সাফল্য পেল বারাসাত পুলিশ,বিপুল গাজা সহ ৭ জন গ্রেফতার!
বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার বারাসাতে, ধৃত ৭।
বারাসাত থানা এবং বারাসাত ডিস্ট্রিক্ট পুলিশের 'স্পেশ্যাল অপারেশন গ্ৰুপ'-এর কাছে গোপন সূত্রে পাকা খবর এসেছিল। সেইমতো সন্ধে নাগাদ বারাসাত থানার বনমালীপুরে নাকা তল্লাশি চালানো হয় এসডিপিও বারাসাতের নেতৃত্বে। এবং থামানো হয় দুটি গাড়ি। যার একটি মারুতি সুজুকি( WB 24 A 6333), অন্যটি মারুতি এর্টিগা ( WB 98 C 1784)। দুটি গাড়িতে আরোহীর সংখ্যা ছিল সাত। গাড়ি দুটি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে গাঁজা এবং নগদ টাকাও। গ্রেফতার করা হয়েছে সাতজনকেই। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িদুটি।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বারাসাত পুলিশ, এই ঘটনা ঘিরেই চাঞ্চল্য তৈরি হয়েছে বারাসাত জুড়ে।