তামিলনাড়ুর এই মহিলাই করলেন প্রথম এ কাজ, জানুন এক ক্লিকে সবটাই!!
অভিনন্দন অন্নপুরানি
অন্নপুরানি রাজকুমার।তামিলনাড়ুর মহিলা।ইতিহাস গড়লেন গতকাল।কী ইতিহাস? এতদিন পশ্চিমবঙ্গের বেনাপোল সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যেত যে সব পণ্যবাহী ট্রাক, তার চালকরা ছিলেন পুরুষ। অন্নপুরানি- ই এই দেশের প্রথম মহিলা ট্রাকচালক, যিনি পণ্যবাহী ট্রাক নিয়ে প্রতিবেশী বাংলাদেশে পাড়ি দিলেন। সুদূর অন্ধপ্রদেশ থেকে ট্রাক নিয়ে যাত্রা শুরু করেছিলেন অন্নপুরানি। দশ দিনের যাত্রাপথে ১০ হাজার কিলোমিটার পথ অতিক্রম করে উড়িষ্যা হয়ে পশ্চিমবঙ্গে ঢোকেন অন্নপুরানি। নিরাপদে এবং নির্বিঘ্নে রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল পেরিয়ে শেষমেষ পৌঁছে যান বেনাপোল সীমান্তে, যেখানে তাঁকে সংবর্ধিত করা হয়। বছরখানেক আগে পশ্চিমবঙ্গ সরকারের তথ্যপ্রযুক্তি দপ্তরের উদ্যোগে চালু করা হয়েছিল 'সুবিধা' অ্যাপ, যাতে অনলাইন আবেদনের মাধ্যমে পণ্যবাহী ট্রাকগুলি নির্ঝঞ্ঝাটে এবং নির্দিষ্ট সময়ে সীমান্ত পেরোতে পারে। সেই অ্যাপের সুবিধা গ্রহণ করেছেন অন্নপুরানি, সীমান্ত পেরিয়েছেন মসৃণভাবে।